স্বল্পমূল্যে আমার ডোমেইনস থেকে .COM ডোমেইন রিসেল করলে প্রথম বছরে EPP কোড অটোমেটিক পাওয়া যাবে না।
আপনাকে অবশ্যই সাপোর্ট টিকেট ওপেন করে নির্দিষ্ট ডোমেইন এর EPP কোড টি সংগ্রহ করে নিতে হবে। EPP কোড পেলেও ডোমেইন রেজিস্ট্রেশন এর ৬০ দিনের আগে ডোমেইন ট্রান্সফার করা যাবে না তাই ৬০ দিন পর্যন্ত অপেক্ষা করবেন।
বিঃদ্রঃ এই লিমিটেশন শুধুমাত্র প্রথম বছর এ ফেস করতে হবে। ডোমেইন রিনিউ করলে নির্দিষ্ট ডোমেইন এর EPP কোড অটোমেটিক কালেক্ট করা যাবে।
ইন্সট্যান্ট একটিভেশন ও EPP কোড এর জন্য রিসেলার বাংলাদেশ ব্যবহার করতে পারেন।