আপনার WHMCS এর ক্লায়েন্ট এরিয়া তে ইউজার রা নিচের মতো ইরর মেসেজ পেতে পারে ডোমেইন ম্যানেজমেন্ট পেইজ থেকে।
Domain Currently Unlocked!
You should enable the registrar lock unless you are transferring the domain.
সমস্যা টি সমাধান করতে নিচের Addon Module টি সেটাপ করে নিন আপনার WHMCS এঃ
Disable Registrar Lock Warning
মোডিউল পেইজ এ অন্য সকল ডোমেইন সিলেক্ট করে সুধু .COM ডি-সিলেক্ট করে দিলে WARNING টি থাকবে না।
বিঃদ্রঃ ডিফল্ট ভাবে সকল ডোমেইন এ রেজিস্ট্রি লক এনাবেল করা থাকে।