Upgrade to new registrar module

প্রিউ গ্রাহক,

আমাদের ব্রান্ড নেম Amar Domains থেকে RSpecial এ পরিবর্তন করা হয়েছে। ফলস্বরুপ পুরনো মডিউল টি কাজ করবে না। তাই আপনার WHMCS বিলিং সিস্টেম এ ডোমেইন রেজিস্ট্রি মডিউল টি আপডেট করে নিতে হবে।

Warning: আর্টিকেল টি ফলো করার পূর্বে অবশ্যই আপনার WHMCS এর সম্পর্ণ ব্যাকাপ নিন।

প্রথমে আমাদের নতুন মডিউল টি এখান থেকে ডাউনলোড করে নিন।

 

 

মডিউল ফাইল টি আপনার WHMCS এর রুট ফোল্ডার অর্থাত মেইন ফোল্ডার এ আপলোড করে এক্সট্রাক্ট করুন।

 

 

এরপরে WHMCS রেজিস্ট্রার অপশন থেকে RSpecial মডিউল টি একটিভ করে নিন এবং API Username ও API key বসান। API Endpoint চেঞ্জ করা যাবে না। API ডিটেইলস গুলো সেভ করুন।

 

 

এখন আপনার সিপ্যানেল থেকে phpmyadmin সেকশন এ যেতে হবে, আপনার WHMCS এর নির্দিষ্ট ডেটাবেস সিলেক্ট করে  tbldomains লিখে সার্চ করতে হবে। tbldomains টেবল এর ভেতরে যেতে হবে।

 

 

SQL অপশন এ ক্লিক করতে হবে এবং নিচে দেয়া SQL কোয়েরি টি বসাতে হবে। ফাইনালি Go বাটন এ ক্লিক করলে আপনার মডিউল আপডেট প্রক্রিয়া টি সম্পন্ন হবে এবং নতুন মডিউল দিয়ে আপনার ডোমেইন গুলো সচল হবে।

UPDATE `tbldomains` SET `registrar`='RSpecial' WHERE `registrar`='DOTCOM' OR `registrar`='amardomains'

 

যেকোন সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাপোর্ট টিম আপনার মডিউল আপডেট এ সহায়তা করবেন।

  • Upgrade, Module
  • 652 Users Found This Useful
Was this answer helpful?